স্কেলিং করলে কি দাঁত পাতলা হয়ে যায়?

অনেকেই ধারণা করেন যে ডেন্টাল স্কেলিং করলে দাঁত পাতলা হয়ে যায়। এই ধারণা কি আসলেই সত্যি নাকি মিথ সেটা নিয়েই আজকের আলোচনা।

ডেন্টাল স্কেলিং কি এবং কেন করা হয়?

স্কেলিং হচ্ছে দাঁতের উপর জমে থাকা ময়লা বা পাথরের স্তর পরিষ্কার করার একটা প্রক্রিয়া। আমরা যখন খাবার খাই তখন এই খাবারের কণা আমাদের দাঁতে লেগে থাকে। যদি সময়মত এবং সঠিক ভাবে দাঁত ব্রাশ না করা হয় তখন এই খাবার শক্ত হয়ে দাঁতের উপর একটি স্তর বা লেয়ার তৈরী করে। এটাকে ডেন্টিস্ট্রিতে আমরা ক্যালকুলাস বলি। সাধারণ ভাষায় বলা হয় দাঁতের পাথর। দাঁতের এই পাথর শুধুমাত্র ব্রাশ করার মাধ্যমে পরিষ্কার করা যায় না। তখন ডেন্টাল স্কেলিং প্রয়োজন হয়।

স্কেলিং কিভাবে করা হয়?

স্কেলিং এর জন্য ডেন্টিস্টরা আল্ট্রাসনিক স্কেলার মেশিন ব্যবহার করেন। এই মেশিন কম্পন বা ভাইব্রেশনের মাধ্যমে দাঁত থেকে পাথরের লেয়ার পরিষ্কার করে। ভাইব্রেশনের সাথে পানি ব্যবহার করা হয়। এখানে উল্লেখ্য সঠিক ভাবে স্কেলার মেশিন ব্যবহার করা হলে দাঁতের এনামেলের কোন ক্ষতি হয় না। এনামেল হচ্ছে দাঁতের একদম বাইরের লেয়ার।

Dental Scaler

কেন মানুষ ভাবে দাঁত পাতলা হয়ে গেছে?

স্কেলিং করার ফলে যখন রোগীদের দাঁতের উপরে জমে থাকা পাথর পরিষ্কার হয় যায় তখন তাদের কাছে মনে হয় যে তাদের দাঁত ফাঁকা হয়ে গেছে। এখানে মূলত দাঁতের উপর পাথরের স্তর না থাকায় এরকম ধারণা জন্মে। ঠিক একই কারণে অনেক ভাবেন যে তার দাঁত হালকা হয়ে গেছে।

স্কেলিং এর উপকারিতা

স্কেলিং এর কোন অপকারিতা তো নেইই বরং সময় মত স্কেলিং করা হলে এই সুবিধাগুলো পাওয়া যায়-

  • মাড়ির প্রদাহ কমে যায়
  • মুখের দুর্গন্ধ দূর হয়
  • দাঁতের ক্ষয় ও পেরিওডন্টাল রোগ প্রতিরোধ হয়
  • হাসি হয় আরো সুন্দর

স্কেলিং দাঁতের জন্য সম্পূর্ন নিরাপদ একটি চিকিৎসা। স্কেলিং করা হলে দাঁতের কোন ক্ষতি বা ক্ষয় হয় না, বরং যদি স্কেলিং না করা হয় তাহলে সেটা দাঁত ও মাড়ির জন্য ক্ষতিকর হতে পারে, এমনকি দাঁত ফেলে দেওয়াও লাগতে পারে। সুতরাং, প্রতি ৬ মাস পর পর অবশ্যই আপনার ডেন্টিস্টের নিকট দাঁত ও মুখ চেক আপ করিয়ে নিন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্কেলিং করিয়ে নিন।

স্কেলিং করলে কি দাঁত পাতলা হয়ে যায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top